প্যারাগুয়ের প্রতিষ্ঠান ইমপালা প্যারাগুয়ে পারানা নদীতে চলাচলকারী পুশ বোটে যুগান্তকারী ভিস্যাট ও এল-ব্যান্ড কমিউনিকেশন সিস্টেম স্থাপন করেছে। পুশ বোটগুলো আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও বলিভিয়ার মধ্যে চলাচলকারী ৩০টি ডাবল-হাল বার্জকে পথ দেখিয়ে নিয়ে যায়। বার্জগুলো তরল কার্গো বিশেষ করে গ্যাস অয়েল, জেট ফুয়েল, গ্যাসোলিন ও নাপথা পণ্য প্যারাগুয়েতে পরিবহন করে। পাশাপাশি সয়াবিন অয়েল রপ্তানির কাজেও ব্যবহার হয় এসব বার্জ।
অভ্যন্তরীণ নৌপথে চলাচল ও ক্রুদের সাথে যোগাযোগের জন্য পুশ বোটের ব্রডব্যান্ড কমিউনিকেশনের প্রয়োজন পড়ে। এর কিছুটা মোবাইল ফোন নেটওয়ার্ক ও ফোরজির মাধ্যমে পূরণ হয়। কিন্তু এই যোগাযোগের বাইরে থাকা নৌযান ব্যবহার করে ইনমারসাতের এল-ব্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা। নৌযান ব্যবস্থা ও ক্রুদের সাথে যোগাযোগের জন্য প্রতিটি পুশ বোট ডাটা খরচ করে মাসে ৫০০ জিবির মতো।
তবে সম্প্রতি ইনমারসাত তাদের ভেসেল কমিউনিকেশন ব্যবস্থাকে ফ্লিক এক্সপ্রেসে উন্নীত করেছে, যা ইনমারসাতের কে-ব্যান্ড কাভারেজকে ফ্লিটব্রডব্যান্ডের সাথে সমন্বয় ঘটিয়েছে। তিন বছরের চুক্তি অনুযায়ী, প্রতিটি পুশ বোটে অন বোর্ড অ্যান্টেনার সাথে যুক্ত ২০টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ইমপালা অফিস থেকে সার্বক্ষণিক তদারকির সুযোগ করে দিচ্ছে।
ইমপালার একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, পুশ বোটে সার্ভিল্যান্স ক্যামেরা স্থাপন আমাদের গ্রাহকদের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে, ‘দক্ষ, নির্ভরযোগ্য ও দায়িত্বশীলতার সাথে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নিয়েছি।’
উল্লেখ্য, পারানা নদীকে প্যারাগুয়ের অর্থনৈতিক উন্নয়নের ধমনি বলা হয়ে থাকে। দেশটির বাণিজ্যের ৮০ শতাংশই সম্পন্ন হয় এই নৌপথ দিয়ে।