পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় ম্যাডিসন নদীর নিম্নাঞ্চলে সান্ধ্যকালীন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বার্ষিক নিষেধাজ্ঞার কয়েক সপ্তাহ আগে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
এনিস লেকের বাঁধ থেকে ম্যাডিসন যেখানে জেফারসন নদীর সাথে মিলিত হয়েছে, সেই পর্যন্ত অংশে স্থানীয় সময় বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পানির অত্যধিক তাপমাত্রা মাছেদের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এমনকি এর ফলে বিপুল পরিমাণ মাছ মারাও যায়। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্টানা ফিশ, ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্কসের ব্যবস্থাপকরা। বার্ষিক নিষেধাজ্ঞার আগ পর্যন্ত অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত লোয়ার ম্যাডিসনে মাছ ধরায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
লোয়ার ম্যাডিসনে পানির তাপমাত্রা এতোমধ্যেই ৭৫ ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করে গেছে। এই অবস্থায় বড়শি দিয়ে মাছ শিকারীদের দিনের যে সময়টা অপেক্ষাকৃত ঠান্ডা থাকে সেই সময়টা মাছ ধরার জন্য বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাছ নাড়াচাড়া করার আগে হাত ভিজিয়ে নেওয়া, যতক্ষণ সম্ভব মাছ পানিতে রাখা এবং বড়শি আলতোভাবে টেনে তোলার আহ্বানও জানানো হয়েছে। সেই সাথে কোনো মাছ ধরার পর তা নদীতে ছেড়ে দিতে চাইলে আগে মাছটিকে সুস্থ করে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে মাছ শিকারীদের প্রতি।