মেকং নদীতে পানিপ্রবাহ কমছে

0
23

মেকং নদীর পানির স্তর হঠাৎ হ্রাস পেয়েছে। ২৮ ডিসেম্বর নদীটির পানির স্তর অস্বাভাবিক কমে যায় এবং ১ দশমিক ৯ মিটারে নেমে আসে। ২০২০ সালে মেকং নদীতে এটাই পানির সর্বনিম্ন স্তর।

মেকং নদীতে পানির প্রবাহ হ্রাসের জন্য উজানে চীনের বাঁধ নির্মাণ ও কম বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। এ কারণে মেকংয়ের শাখা নদীগুলোর পানিপ্রবাহ অস্বাভাবিক কমে গেছে। নদীপৃষ্ঠের পাথরগুলোও দৃশ্যমান হয়ে পড়েছে। গৌতম বুদ্ধের পদচিহ্ন পড়েছিল এমন একটি পাথরও রয়েছে এর মধ্যে। স্থানীয়দের কাছে পদচিহ্নটি খুবই পূজনীয় এবং তারা এটিকে পবিত্র বলে মানে। নদীর পানি কমে আসার পর অর্থাৎ নতুন বছর শুরুর আগ পর্যন্ত সাধারণত এটি দৃশ্যমান হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here