গ্রীষ্মের দাবানলের পর ক্যানবেরার নৌপথগুলোর অধিকাংশই ভালো অবস্থা ফিরে পেয়েছে। ক্যাচমেন্ট হেলথ ইন্ডিকেটর কর্মসূচির (সিএইআইপি) ২০২১ সালের প্রতিবেদন বলছে, কুমার উপরিভাগের মুরুমবিডগি অববাহিকা, গিনিনডেরা, মলঙ্গলো, দক্ষিণ এসিটি ও ইয়াস বরাবর ২২৯টি স্থানের ওপর সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ৪৯টি স্থানে নৌপথের অবস্থা খুবই ভালো বা ভালো অবস্থায় রয়েছে। মোটামুটি ভালো অবস্থায় পাওয়া গেছে ৪৫টি স্থানের অবস্থা। দুটি স্থানে নৌপথের অবস্থা খারাপ অবস্থায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৮টি স্থানের পানির মানের অবনতি ঘটেছে। এর অর্ধেকই শহুরে জলাভূমি ও নৌপথ। এর মধ্যে টুগারানঙ্গ ও গিনিনডেরা হ্রদ যেমন আছে, একইভাবে আছে ছোট ছোট কিছু জলাভূমিও।
সপ্তমবারের মতো প্রকাশিত বার্ষিক এই প্রতিবেদন বলছে, ২০২১ ছিল সবচেয়ে বৃষ্টিবহুল বছর, যে কারণে কিছু নদীর পানি স্বচ্ছতা ফিরে পেয়েছে। নামিদগি জাতীয় উদ্যানের হসপিটাল ও বগঙ্গ খাঁড়ির অববাহিকার লক্ষণীয় উন্নতি দেখা গেছে।
পানির মান নিয়ে ১ হাজার ৭৭৯টি সমীক্ষা, ওয়াটারবাগ নিয়ে ১৮১টি সমীক্ষা এবং নদীর অবস্থা-সংক্রান্ত ২১৯টি সমীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০০-এর বেশি স্বেচ্ছাসেবক এর সাথে সম্পৃক্ত ছিলেন।
খবর : সিটিনিউজ