যে পরিমাণ বর্জ্য এবং কৃষি ও শিল্পে ব্যবহৃত রাসায়নিক পানিতে মিশছে, তাতে দূষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না ব্রিটেনের প্রায় কোনো নদীই। দেশটির পরিবেশ সংস্থা প্রকাশিত উপাত্ত বলছে, ভালো অবস্থায় আছে ব্রিটেনের মাত্র ১৪ শতাংশ নদী। অর্থাৎ সেগুলো স্বাভাবিক অবস্থার কাছাকাছি রয়েছে।
পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, ব্রিটেনের কোনো নদীতেই রাসায়নিকের অবস্থা সন্তোষজনক মাত্রায় নেই। ২০১৬ সালেও যেখানে ৯৭ শতাংশ নদীতে রাসায়নিকের মাত্রা সন্তোষজনক মানে ছিল। যদিও এবার পরীক্ষার মানদ- আগের চেয়ে কঠোর করা হয়েছে।
এই উপাত্তই বলছে, ২০১৬ সাল থেকে ব্রিটেনের নদীগুলোর মানের উন্নতি তো হয়ইনি, উল্টো খারাপ হয়েছে। আর এ অবনতি হয়েছে ২০২৭ সাল নাগাদ ব্রিটেনের ৭৫ শতাংশ নদীকে ভালো অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা সত্ত্বেও।