বাস্তবায়ন হতে যাচ্ছে ভারতের প্রথম নদী সংযুক্তিকরণ চুক্তি। চার দশক আগে নদী সংযুক্তিকরণের ধারণাটি সামনে এলেও বিশ্ব পানি দিবসে মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশ সরকারের মধ্যে এ-সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মধ্য প্রদেশের কেন নদীর সাথে উত্তর প্রদেশের বেতওয়া নদী সংযুক্ত হবে তা কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, পানিবণ্টন নিয়ে উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা টানাপড়েন শেষে অবশেষে দুই প্রদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভার্চুয়ালি অংশ নেন।
কেন-বেতওয়া সংযোগ নদী আন্তঃসংযোগ নিয়ে সরকারের প্রেক্ষিত পরিকল্পনার আওতায় প্রথম প্রকল্প। এর উদ্দেশ্য হলো কেন নদীর কিছু পানি বেতওয়া নদীতে সরবরাহ করা। কেন ও বেতওয়া উভয়েই যমুনার উপনদী। প্রকল্পের তথ্য অনুযায়ী, কেন নদী অববাহিকা থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনমিটার পানি বেতওয়া অববাহিকায় জোগান দেওয়া হবে। এজন্য মধ্য প্রদেশের ছাত্তারপুর জেলার দাওধানে কেন নদীর ওপর ৭৩ দশমিক ৮ মিটার উঁচু বাঁধ নির্মাণ করতে হবে। পাশাপাশি একটি খালও কাটা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি বছর ১০ দশমিক ৬২ লাখ হেক্টর জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। এছাড়া ১০৩ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎকেন্দ্রও নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ৬২ লাখ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। ৩৫ হাজার ১১১ কোটি ২৪ লাখ রুপি ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করতে সময় লাগবে আট বছর।
প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির আমলে প্রথমবারের মতো নদী সংযুক্তিকরণের পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, দেশের যেসব অঞ্চলে নদীর পানি পর্যাপ্ত বা প্রয়োজনের তুলনায় বেশি, সেখান থেকে পানি নিয়ে খরাপ্রবণ অঞ্চলগুলোতে পৌঁছে দেওয়া হবে। যদিও বাজপেয়ি সরকারের সময় নদী সংযুক্তিকরণের এ পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। এবার মোদি সরকার সেটি বাস্তবায়ন করছে।