বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট বারানসির মাল্টিমোডাল রিভার টার্মিনাল বেসরকারি খাতে ছেড়ে দিতে দরপত্র আহ্বান করেছে ভারতের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (আইডব্লিউএআই)। এর পরিপ্রেক্ষিতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (এপিএসইজেড) টার্মিনালটির জন্য দর প্রস্তাব করতে যাচ্ছে।
হলদিয়ায় মাল্টিমোডাল টার্মিনালের জন্য যে চারটি প্রতিষ্ঠান কাগজপত্র জমা দিয়েছে সেখানেও এপিএসইজেডের নাম রয়েছে। হলদিয়া টার্মিনালের জন্য কাগজপত্র জমা দেওয়া বাকি তিনটি প্রতিষ্ঠান হলো হিন্দুস্তান ইনফ্রালগ প্রাইভেট লিমিটেড, ওডিশা স্টিভিডোরস লিমিটেড ও আইআরসি ন্যাচারাল রিসোর্স প্রাইভেট লিমিটেড।
বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে নির্মিত মাল্টিমোডাল টার্মিনালটিও। এই টার্মিনালের জন্য দরপত্র জমা দেওয়ার সময় ৩০ মার্চ শেষ হয়েছে এবং একটিমাত্র প্রতিষ্ঠান দর প্রস্তাব দিয়েছে।
জল মার্গ বিকাশ প্রজেক্টের (জেভিএমপি) আওতায় ভারতের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ মাল্টিমোডাল টার্মিনাল তিনটি নির্মাণ করেছে। এজন্য বিশ্বব্যাংক থেকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ নেওয়া হয়েছে। টার্মিনাল তিনটি পরিচালনার জন্য দুই বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠান খুঁজছে আইডব্লিউএআই। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এতে আগ্রহ না দেখালে দরপত্রের শর্ত ও পরিচালন মডেলে পরিবর্তন এনেছে সংস্থাটি। বারানসি ও হলদিয়া টার্মিনাল দুটি পরিচালিত হবে ইকুইপ, অপারেট অ্যান্ড ট্রান্সফার (ইওটি) মডেলে। ৩০ বছরের কনসেশন পিরিয়ডে সাহিবগঞ্জ টার্মিনালটি অপারেট, ম্যানেজ অ্যান্ড ডেভেলপ (ওএমডি) মডেলে পরিচালন করতে চায় আইডব্লিউএআই।