পাকিস্তানে বেড়েছে ইন্দাস ডলফিনের বিচরণ

0
23

মিঠা পানির ডলফিনের যে আটটি প্রজাতি এখন পর্যন্ত টিকে আছে ইন্দাস ডলফিন তাদের অন্যতম। ভারতে এই প্রজাতির ডলফিনের সংখ্যা ক্রমান্বয়ে কমতে কমতে ৫-১১টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে পাকিস্তানে ইন্দাস ডলফিনের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে ১ হাজার ৮১৬টিতে উন্নীত হয়েছে। ডলফিনের এই প্রজাতিটি স্থানীয়ভাবে ভুলান নামেই বেশি পরিচিত। এটি মূলত মিঠা পানির ডলফিন এবং সমুদ্রের নোনা পানিতে টিকতে পারে না।

জিলিয়ান ব্রলিকের ২০১২ সালের একটি গবেষণাপত্র অনুযায়ী, ইন্দাস নদী ব্যবস্থার সিন্ধু বদ্বীপ থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত ইন্দাস ডলফিনের বিচরণ ছিল। প্রাণিটির বিচরণ ছিল ইন্দাসের পাঁচটি শাখা নদী ঝিলাম, চেনাব, বিয়াস, সুতলেজ ও রবীতেও। তবে এটা ছিল ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিচ্ছেদের আগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here