পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নৌ-চলাচল অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই অর্থে নেওয়া ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, লজিস্টিকস অ্যান্ড স্পেশাল ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহন সহজ করা হবে। পাশাপাশি রাজ্যের লজিস্টিক খাতের প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে প্রকল্পটি।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. সিএস মহাপাত্র বলেন, যাত্রী ও পরিবহনে অভ্যন্তরীণ নৌপথ ক্রমেই ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মাধ্যম হিসেবে আবির্ভূত হচ্ছে।