বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

পলি জমে সংকীর্ণ হচ্ছে মুম্বাইয়ের নৌপথগুলো

মুম্বাইয়ের নৌপথগুলোর মুখে পলি জমে সংকীর্ণ হয়ে পড়ছে। ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩০ বছরের স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

উপাত্ত বলছে, উপকূলীয় বাস্তুতন্ত্রের দ্রুত পরিবর্তনের কারণে ৩০ বছরে মুম্বাই মেট্র্রোপলিটন রিজিয়নের (এমএমআর) মোট ১০৭ দশমিক ৬ বর্গকিলোমিটার জলপথ ও কৃষিজমি হারিয়ে গেছে। প্রতিকারমূলক ব্যবস্থা না নিলে এমএমআরে মাত্রাতিরিক্ত বন্যার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পুরেভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান শ্রুস্তি কনজারভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপক আপ্তে বলেন, সংকুচিত ক্রিক শহরের জন্য ভালো নয়। ফলে বর্ষাকালে পানি নিষ্কাশনের ক্ষমতা হ্রাস পেয়ে সংশ্লিষ্ট এলাকায় মাত্রাতিরিক্ত বন্যা দেখা দিতে পারে। এটি অগভীর হয়ে যাওয়া অর্থই হলো ক্রিকের পানি পরিবহনক্ষমতা হ্রাস পাওয়া। ফলে ভারী বর্ষণ ও জোয়ারের সময় নগরীতে পানি ঢুকে পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here