পলিক্লোরিনেটেড বাইফিনাইলের (পিসিবি) নগরীর নৌপথ দূষণের অভিযোগে এগ্রোকেমিক্যাল জায়ান্ট মনসান্টা ও আরও দুই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে লস অ্যাঞ্জেলেস সিটি কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস সিটির অ্যাটর্নি মাইক ফিউয়ার ৮ মার্চ এক বিবৃতিতে বলেন, লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় মনসান্টাকে পিসিবি দূষণ হ্রাসে বাধ্য করার আর্জি জানানো হয়েছে। সেই সাথে দূষণ কাটিয়ে উঠতে সিটি কর্তৃপক্ষের যে খরচ হয়েছে মনসান্টা যেন তা পরিশোধ করে সেই অনুরোধও করা হয়েছে মামলায়।
তিনি বলেন, মনসান্টার সামনে সময় এসেছে দূষণ রোধ করা ও অর্থ পরিশোধ করা। লস অ্যাঞ্জেলেসজুড়ে পানির দূষণ হ্রাসে সিটি কর্তৃপক্ষকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে এবং সেটা বিস্ময়কর। পিসিবি যে বিষাক্ত এবং এটা ব্যাপকভাবে দূষণের কারণ হতে পারে, কয়েক দশক ধরেই মনসান্টার তা জানা। তার পরও মনসান্টা এর উৎপাদন ও বিক্রি অব্যাহত রেখেছে এবং জনগণকে তারা প্রতারিত করছে। এ ঘটনায় ক্ষুব্ধ না হয়ে উপায় নেই।
পিসিবি বা পলিক্লোরিনেটেড বাইফিনাইল মানবসৃষ্ট এক ধরনের রাসায়নিক এবং টক্সিক সাবস্ট্যান্সেস কন্ট্রোল অ্যাক্টের আওতায় ১৯৭৯ সালে নিষিদ্ধ করার আগ পর্যন্ত তা বাণিজ্যিক ও শিল্পের প্রয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছিল।
ফিউয়ারের মামলার তথ্য অনুযায়ী, ১৯২৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পিসিবি বিক্রি ও ব্যবহৃত হয়েছে তার ৯৯ শতাংশই উৎপাদন করেছে মনসান্টা। যদিও জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর পিসিবির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সিটি কর্তৃপক্ষকে কখনই কিছু জানায়নি কোম্পানিটি। রাসায়নিকটি নগরীর বর্জ্য পানি, ভূউপরস্থ পানি ও অন্যান্য উৎসকে অব্যাহতভাবে দূষিত করে গেছে।
মামলাটি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে লস অ্যাঞ্জেলেস টাইমকে জানিয়েছে মনসান্টার মূল প্রতিষ্ঠান বেয়ার। মামলার কোনো ভিত্তি নেই বলেও মনে করছে তারা। বেয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, ৪০ বছর আগেই পিসিবির উৎপাদন স্বেচ্ছায় বন্ধ করে দিয়েছে মনসান্টা। এরপর আর কখনই এটির উৎপাদন, ব্যবহার এবং লস অ্যাঞ্জেলেসের পানিতে অবমুক্তের পথে যায়নি। তাই দূষণের জন্য মনসান্টাকে দায়ী করা উচিত হবে না।
খবর : দ্য হিল