নৌপথের মৌলিক উপাত্ত সংগ্রহে নতুন ধরনের ডিভাইস আনছেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একদল গবেষক। এই গবেষক দলের একজন বিশ^বিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইবান বিনের ভাষ্য, ডিভাইসটি স্ট্রিম চ্যানেলের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। এরপর আপস্ট্রিম ও নৌপথ বরাবর কী ঘটছে সে সম্পর্কিত মৌলিক অনেক উপাত্ত ডিভাইসটি সরবরাহ করবে।
গবেষকরা একটি বয়ার মধ্যে জিপিএস প্রযুক্তি, সেলুলার যোগাযোগ ও সেন্সর স্থাপন করছেন। আর যন্ত্রটিকে বলা হচ্ছে ‘গ্যাটোরবাইট’, যা পানির তাপমাত্রা, পিএইচ এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। এগুলো পানির মানের খুবই মৌলিক মানদ- হলেও কোথাও পানির মানে পরিবর্তন ঘটছে কিনা ডিভাইসটি সেই তথ্য জানিয়ে দেবে। এসব তথ্য গবেষকদের দূষণের উৎস চিহ্নিত করতে সহায়তা করবে। দেড় হাজার ডলার মূল্যের ডিভাইসটি এ বছরের শেষ নাগাদ বাজারে মিলবে।