বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নদী-সমুদ্রে চলার উপযোগী বৃহত্তম এলএনজি ক্যারিয়ার চীনের

নদী ও সমুদ্রে চলাচলের উপযোগী বিশ্বের বৃহত্তম ইন্টারমোডাল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্যারিয়ার সরবরাহ করেছে চীনের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান হুডং ঝংঘুয়া শিপবিল্ডিং (গ্রæপ) কোম্পানি লিমিটেড। এটি চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। এলএনজি ক্যারিয়ারটির ধারণক্ষতা ৮০ হাজার ঘনমিটার।

নির্মাতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ২৩৯ মিটার দৈর্ঘ্য এবং ৩৬ দশমিক ৬ মিটার প্রস্থের ড্যাপেং প্রিন্সেসই হচ্ছে স্বল্প গভীর নৌপথে চলাচলের জন্য এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এলএনজি ক্যারিয়ার। জাহাজটির ড্রাফট সাড়ে আট মিটারেরও কম, যা একে নদী ও সমুদ্রে চলাচলের সুবিধা দেবে। এমনকি শুষ্ক মৌসুমেও এটি ইয়াংজি ও পার্ল নদীতে চলতে পারবে।

জাহাজটি প্রাকৃতিক গ্যাস পরিবহনে ব্যবহৃত হবে। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, তারা প্রায় ৫০টি এলএনজি ক্যারিয়ারের সরবরাহ আদেশ পেয়েছে। ২০২৮ সালের মধ্যে এগুলো নির্মাণের কথা রয়েছে। চলতি বছরই আরও চারটি এলএনজি জাহাজ সরবরাহ করার লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

২০২২ সালে জাহাজ নির্মাণ খাতে চীন ছিল নেতৃত্বে। দেশটির শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, সরবরাহ আদেশ গ্রহণের ক্ষেত্রে এ বাজারের শীর্ষে ছিল তারা। এলএনজি ট্যাংকারের ক্রয়াদেশ গ্রহণের ক্ষেত্রে ২০২২ সালে রেকর্ড সৃষ্টি করেছে দেশটি। চীনের কোম্পানিগুলো বছরটিতে ৫৫টি এলএনজি ক্যারিয়ারের সরবারহ আদেশ নিয়েছে, যা বিশ্বব্যাপী সরবরাহ আদেশের ৩০ শতাংশের বেশি।

খবর: সিজিটিএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here