দৈনিক ৪ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করতে চায় লাগফেরি

0
96

রাজধানী লাগোসের ওপর থেকে যানবাহনের চাপ কিভাবে কমানো যায় সেই উপায় খুঁজছে নাইজেরিয়া। এর অংশ হিসেবে নৌপথে যাত্রী পরিবহন দৈনিক ৪ লাখ ৮০ হাজারে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে লাগোস ফেরি সার্ভিসেস কোম্পানি (লাগফেরি)।

গত ৭ জুলাই এক অনুষ্ঠানে লাগফেরির ব্যবস্থাপনা পরিচালক আব্দুলবাক বালোগুন বলেন, কোম্পানির বহরে বর্তমানে ১৪টি ফেরি রয়েছে। বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আগামীতে বড় পরিসরের ফেরির সাহায্যে আরও বেশি যাত্রী পরিবহন করা হবে।

লাগোসের ওপর থেকে যানবাহনের চাপ কমিয়ে আনতে প্রশাসন কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, লাগোসের সড়কপথে প্রতিদিন প্রায় ১৬ লাখ মানুষ যাতায়াত করে। এর মধ্যে অন্তত ৩০ শতাংশ যাত্রীকে নৌপথে পরিবহনের দায়িত্ব পড়েছে আমাদের ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here