জার্মানির প্রধান অভ্যন্তরীণ নৌপথের সেবায় ৫-জি প্রযুক্তি মোতায়েন করছে টেলিকম অপারেটর ভোডাফোন। এর অংশ হিসেবে জলপথ বরাবর ৬৪টি স্থানে স্থাপিত ১৮০টি ৫-জি অ্যান্টেনা সচলও করেছে অপারেটরটি। তাদের লক্ষ্য হচ্ছে আগামী এক বছরের মধ্যে ৩০০ এর বেশি স্থানে এক হাজারের মতো ৫-জি অ্যান্টেনা স্থাপন করা। এর ফলে জাহাজের সাথে রিয়েল টাইম ডাটা আদান-প্রদানের মাধ্যমে ভবিষ্যতে জাহাজ চলাচল আরও বেশি নিরাপদ ও দক্ষ হবে বলে দাবি ভোডাফোন জার্মানির সিইও হান্স আমেতসরেইতারের।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোয় খাদ্য সামগ্রী, ওষুধ ও সুরক্ষা পোশাক পরিবহনে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে জাহাজ। জার্মানিও বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং জাতি হয়ে উঠছে। একে আরও এগিয়ে নিতে পরিবেশবান্ধব ও ডিজিটাল প্রযুক্তি প্রয়োজন। দ্রুত গতির নেটওয়ার্ক এর মৌলিক শর্ত।
জার্মানিতে সাকল্যে ৭ হাজার ৫৭৬ কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ রয়েছে, যার ৭৫ শতাংশ নদীপথ ও বাকি ২৫ শতাংশ খাল।