চলতি বছরের প্রথম দুই মাসে চীনের নৌপথে পণ্য পরিবহন বার্ষিক ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। পরিবহন মন্ত্রণালয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি নৌপথে ১২৫ কোটি টন কার্গো পরিবাহিত হয়েছে। শুধু ফেব্রুয়ারিতেই চীনের নৌপথে কার্গো পরিবহন হয়েছে ৫৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টন।
প্রাদেশিক পর্যায়ে যে ৩১টি অঞ্চল রয়েছে তার মধ্যে দক্ষিণ চীনের হাইনান প্রদেশ কার্গো পরিবহনের এ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে। প্রদেশটিতে নৌপথে কার্গো পরিবহনে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৬ শতাংশ। এর পরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে চীনের কেন্দ্রস্থলের হুবেই প্রদেশ ও উত্তর চীনের তিয়ানজিন মিউনিসিপালিটি।
খবর : হেলেনিক শিপিং নিউজ