বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

গোমতী নদী খননে নয়াদিল্লির ২৪ কোটি ডলার অনুমোদন

বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী গোমতী খনন ও ১০টি জেটি নির্মাণে ২৪ কোটি রুপির বেশি অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকারের একজন কর্মকর্তা ১৩ ফেব্রুয়ারি এই তথ্য জানান।

ত্রিপুরার সিপাহিজালার সোনামুড়া থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রস্তাবিত ৯৩ কিলোমিটার দীর্ঘ নৌপথের মধ্যে প্রায় ১৫ দশমিক ৫ কিলোমিটার স্ট্রেচ ড্রেজিংয়ের প্রয়োজন হবে।

রাজ্য পরিবহন দপ্তরের মুখ্য সচিব এল ডারলং বলেন, গোমতী নদীতে ড্রেজিং কার্যক্রম এবং গোমতী জেলার উদয়পুর থেকে সোনামুড়া পর্যন্ত ১০টি ভাসমান জেটি নির্মাণে বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ মন্ত্রণালয় ২৪ কোটি ৫৩ লাখ রুপি অনুমোদন দিয়েছে। আন্তঃসীমান্ত নদীর নাব্যতা উন্নয়নে ভারতের ১ দশমিক ৫ কিলোমিটার স্ট্রেচ ও বাংলাদেশের ১৪ কিলোমিটার খননের প্রস্তাব করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, সোনামুড়ার শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টমস স্টেশনের কাছে একটি স্থায়ী জেটি নির্মাণ করা হবে। এতে খরচ হবে ৫ কোটি ৪ লাখ ডলার। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (আইডব্লিউএআই) শ্রীমন্তপুরে স্থায়ী জেটি নির্মাণে এরই মধ্যে দরপত্র আহবান করেছে বলে আমরা জানতে পেরেছি।

মে মাসের শেষ নাগাদ ২০০ থেকে ৩০০ টন ধারণক্ষমতার জাহাজ দাউদকান্দি থেকে সোনামুড়ায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে ত্রিপুরায় পরীক্ষামূলক পণ্য পরিবহন ২০২০ সালের সেপ্টেম্বরে সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here