ভারত ও নেপাল সীমান্তে ত্রি-মোহনের কাছে তিব্বতে গঙ্গার শাখা নদীতে বাঁধ নির্মাণ করছে চীন। নতুন স্যাটেলাইট ইমেজে এমনটা দেখা গেছে। ভাটির পানির ওপর নিয়ন্ত্রণই এর উদ্দেশ্য।
তিব্বতে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে ইয়ারলুঙ্গ জ্যাঙ্গবো নদীতে চীন ‘সুপার’ ড্যাম নির্মাণের পরিকল্পনা প্রকাশের পর এই তথ্য সামনে এল। নদীটি অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে সিয়াং এবং আসামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হচ্ছে।
ইন্টেল ল্যাবের গবেষক ড্যামিয়েন সাইমনের টুইট করা স্যাটেলাইট ইমেজে দেখা যায়, ২০২১ সালের মে মাস থেকে চীন তিব্বতের বুরাঙ্গ কাউন্টির মাবজা জ্যাঙ্গবো নদীতে বাঁধ নির্মাণের কাজ করছে।
ভারতে গঙ্গা নদীর সাথে মিলিত হওয়ার আগে মাজবা জ্যাঙ্গবো নেপালের ঘাঘারা বা কর্ণালি নদীতে পড়েছে। স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী, বাঁধটি ৩৫০ থেকে ৪০০ মিটার দীর্ঘ। এখন পর্যন্ত বাঁধের নির্মাণকাজ শেষ না হওয়ায় এর উদ্দেশ্য সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা মুশকিল বলে জানিয়েছেন সাইমন।
বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাজবা জ্যাঙ্গবো নদীর পানি প্রত্যাহার বা নিয়ন্ত্রণ করার কাজে বাঁধটি ব্যবহার করা হতে পারে। পাশাপাশি পানি ধরে রাখার কাজেও এটি ব্যবহার করা হতে পারে, যা খুলে দিলে ভাটিতে বন্যা দেখা দেবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ইয়ারলুঙ্গ জ্যাঙ্গবো নদীতে বেশ কিছু বাঁধ নির্মাণ করেছে এবং যা নিয়ে একই রকম উদ্বেগ তৈরি হয়েছে। নতুন এই বাঁধকে দ্বৈত ব্যবহারের জন্য চীনের বিদ্যমান অবকাঠামো শক্তিশালী করার স্পষ্ট ইঙ্গিত বলে জানিয়েছেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) সিনিয়র ফেলো সমীর পাতিল। তার মতে, ইয়ারলুঙ্গ জ্যাঙ্গবো নদীতে একই কাজ চীন আগেও করেছে।
খবর: হিন্দুস্তান টাইমস