গঙ্গা নদীকে দূষণমুক্ত করে স্বাভাবিকতায় ফেরাতে ভারত সরকারকে ৪০ কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ‘সেকেন্ড ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন প্রজেক্ট (এসএনজিআরবিপি)’-এর আওতায় এই অর্থ দিচ্ছে দাতা সংস্থাটি। এর মধ্যে ৩৮ কোটি ১০ লাখ ডলার ঋণ। বাকি ১ কোটি ৯০ লাখ ডলার গ্যারান্টি। ঋণ পরিশোধের সময়সীমা ধরা হয়েছে সাড়ে ১৮ বছর। গ্রেস পিরিয়ড আছে ৫ বছর।
ভারত সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সমীর কুমার খারে এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারতে সংস্থাটির কাান্ট্রি ডিরেক্টর কাইসার খান ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, গঙ্গা অববাহিকায় প্রায় ৫০ কোটি মানুষের বাস। এই অর্থ সহায়তা গঙ্গা বেসিনের ব্যবস্থাপনা আরও শক্তিশালী করবে। নামামি গঙ্গা কর্মসূচি এবং গঙ্গার দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে পানির মান ফিরিয়ে আনার দীর্ঘদিনের যে স্বপ্ন তা বাস্তবায়নে সহায়তা করবে বিশ^ব্যাংকের এই ঋণ সহায়তা।
চলমান ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন প্রজেক্টের মাধ্যমে ২০১১ সাল থেকেই গঙ্গার পুনর্জাগরণে সরকারের উদ্যোগে সহায়তা দিয়ে আসছে বিশ^ব্যাংক। প্রথম প্রকল্পের আওতায় নদীর সবচেয়ে দূষণপ্রবণ ২০টি এলাকায় বর্জ্য শোধন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। গঙ্গার শাখা নদীগুলোতেও এটা সম্প্রসারণ করা হবে।
ভারতের ভ‚-উপরিস্থ এক-তৃতীয়াংশ পানির জোগান দেয় গঙ্গা। সেচের পাশাপাশি ভারতের পানি ও খাদ্য নিরাপত্তায় গঙ্গার গুরুত্ব অপরিসীম। ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪০ শতাংশ আসে গঙ্গা অববাহিকা থেকে। কিন্তু সম্প্রতি মনুষ্য ও অর্থনৈতিক কর্মকাÐের কারণে চাপে রয়েছে নদীটি। পানিপ্রবাহ হ্রাসের পাশাপাশি পানির মানও খারাপ হয়ে পড়েছে।