বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

এলপিজি পরিবহনে এমওএলের সাথে আইডব্লিউএআইয়ের চুক্তি

অভ্যন্তরীণ নৌপথে এলপিজি পরিবহনে সহায়তা দিতে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্যারিয়ার এমওএলের সাথে চুক্তি করেছে ভারতের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (আইডব্লিউএআই)। গত ফেব্রুয়ারিতে চুক্তি স্বাক্ষরের বিষয়টি জানিয়েছে ভারত সরকার।

চুক্তির ফলে বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ক্যারিয়ার কোম্পানিটি ভারত সরকারের ‘মেক-ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় কেবল এলপিজি পরিবহনের বার্জ নির্মাণ ও তা পরিচালনায় বিনিয়োগ করবে। ভারতের বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ-বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের মন্ত্রী মনুসখ মান্দব্যের উপস্থিতি জাতীয় নৌপথ-১ ও জাতীয় নৌপথ-২ দিয়ে বার্জের মাধ্যমে এলপিজি পরিবহনে আইডব্লিউএআই এবং এমওএল (এশিয়া ওশেনিয়া) পিটিই লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় আইডব্লিউএআই নাব্য চ্যানেল এবং হলদিয়া, শাহিবগঞ্জ ও বারানসিতে আইডব্লিউএআই টার্মিনাল বা মাল্টিমোডাল টার্মিনালে এলপিজি হ্যান্ডলিংয়ে এমওএলকে প্রয়োজনীয় সহায়তা দেবে।

বর্তমানে ভারতের মোট এলপিজির ৬০ শতাংশ সড়কপথে বিভিন্ন গন্তব্যে যায়। এতে খরচ হয় টনপ্রতি ৫ থেকে ৬ রুপি। তবে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট, সড়ক অবরোধের মতো পরিস্থিতির উদ্ভব হলে এলপিজি পরিবহনে বিলম্ব হয়। এ কারণেই বিদ্যমান পরিবহন ব্যবস্থার বিকল্প হিসেবে সাশ্রয়ী নৌপথের প্রতি আগ্রহ দেখিয়েছে কোম্পানিটি। তাছাড়া এটা পরিবেশসম্মতও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here