বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

উত্তর-পূর্বাঞ্চলীয় নৌপথ উন্নয়নে ডিসিআই-আইডবিউএআই চুক্তি

উত্তর-পূর্বাঞ্চলে জাতীয় নৌপথ উন্নয়ন ও সংরক্ষণে ভারতের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (আইডবিউএআই) সাথে ২০৪ কোটি ৫০ লাখ রুপির চুক্তি করেছে ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া (ডিসিআই)। চুক্তির আওতায় ড্রেজিং, চ্যানেল মার্কিং ও নদী শাসনের মাধ্যমে আগামী তিন বছরে উত্তর-পূর্বাঞ্চলের জাতীয় নৌপথ ৩২ মিটার প্রশস্ত ও ২ থেকে ২ দশমিক ৩ মিটার গভীর করে তা রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত হয়।

এই চুক্তির মধ্য দিয়ে অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রবেশ ঘটল। বিশাখাপত্মমভিত্তিক প্রতিষ্ঠানটি বর্তমানে মেজর পোর্ট, নন-মেজর পোর্ট, ভারতীয় নৌবাহিনী, ফিশিং হারবার ও অন্যান্য মেরিটাইম সংস্থার হয়ে সংরক্ষণ ও ক্যাপিটাল ড্রেজিং, ভূমি পুনরুদ্ধার, সৈকতের মানোন্নয়ন এবং প্রকল্প ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে।

খবর: ইকোনমিক টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here