ইকো-ট্যুরিজম শক্তিশালী করতে ‘আমার গঙ্গা, আমার ডলফিন’ শীর্ষক এক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছে। গঙ্গা ডলফিন দিবস উপলক্ষে এই প্রচারণার শুরু। এই প্রচারণার মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে ডলফিন সাফারি। এই তিন প্রদেশই গঙ্গার আশীর্বাদপুষ্ট।
বিজনর থেকে নারোরা পর্যন্ত ২৫০ কিলোমিটার জলসীমায় ডলফিনশুমারিও এই প্রচারণার উদ্দেশ্য। প্রথমবারের মতো এই উদ্যোগের অংশ হিসেবে বিহারের কাহারগাঁও, উত্তর প্রদেশের বিজনর, ব্রিজঘাট, প্রয়োগরাজ এবং পশ্চিমবঙ্গের বান্ডেলে ডলফিন সাফারি শুরু হবে। এখন পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, গঙ্গা প্রহরী নামে পরিচিত স্থানীয় মানুষজন নৌকাযোগে পর্যটকদের এসব ডলফিন সাইটে নিয়ে যাবেন। ভারতের প্রত্যেক প্রদেশে গঙ্গার পরিচ্ছন্নতায় নিরন্তর কাজ করে যাচ্ছেন গঙ্গা প্রহরীরা।