আফ্রিকার নদীদূষণ ত্বরান্বিত করছে বৈশ্বিক ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলো। ফলে সেখানকার নদীগুলোর পানি সবুজ বর্ণ ধারণ করছে ও ক্ষারীয় হয়ে উঠছে। ১৭ আগস্ট প্রকাশিত ওয়াটার উইটনেস ইন্টারন্যাশনালের (ডব্লিউডব্লিউআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডব্লিউডব্লিউআই বলছে, সস্তা শ্রম ও কর প্রণোদনার সুযোগে বৈশ্বিক ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলো পোশাক সংগ্রহে আফ্রিকা থেকে পোশাক সংগ্রহ বাড়াচ্ছে। এতে করে আফ্রিকার দক্ষিণাঞ্চলের লেসোথো ও তানজানিয়ার নদীগুলো দূষণের হুমকিতে পড়েছে।
ডব্লিউডব্লিউআইয়ের পরিচালক ও প্রতিবেদনের লেখক বৈশ্বিক ব্র্যান্ডগুলোর আরো উত্তম চর্চার সুযোগ রয়েছে। কিন্তু আফ্রিকায় দূষণ কমাতে এখন পর্যন্ত তাদের ভূমিকা সামান্যই। এমনকি পানি মজুদ অথবা কারখানার কর্মীদের জন্য পর্যাপ্ত পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থাও নিশ্চিত করেনি তারা।
লেসোথোর একটি নদী ডেনিম ডৎন্সের রঙে দূষিত হওয়ার প্রমাণ পেয়েছেন গবেষকরা। একটি বস্ত্রকলের নিকটবর্তী সিমবাজি নদীর পানির নমুনা পরীক্ষা করে পিএইচের মাত্রা পাওয়া গেছে ১২, যা ব্লিচের কাছাকাছি। এই সিমবাজির পানিই ধোয়া ও সেচের কাজে ব্যবহার করে স্থানীয়রা।
দূষণে প্রভাবক হিসেবে ৫০টি আন্তর্জাতিক ব্র্যান্ড শনাক্ত করা হয়েছে গবেষণায়, যারা আফ্রিকা থেকে পোশাক সংগ্রহ করছে। এর মধ্যে আছে ইন্ডিটেক্সের জারা, আসস ও এইচঅ্যান্ডএম। জারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। আসস ও এইচঅ্যান্ডএম আফ্রিকা থেকে পোশাক সংগ্রহের কথা স্বীকার করে পানি নিয়ে ঝুঁকির বিষয়টি হ্রাসে উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স।