বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

অভ্যন্তরীণ নৌযান বিল অনুমোদন ভারতের মন্ত্রিসভার

অভ্যন্তরীণ নৌযান বিল ২০২১ গত ১৬ জুন অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মাধ্যমে অভ্যন্তরীণ নৌপথে নৌ চলাচলে শৃঙ্খলা আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পোর্টস, শিপিং ও ওয়াটারওয়েজ মন্ত্রী মনসুখ মান্দভ্য। ১৯১৭ সালে প্রণীত অভ্যন্তরীণ নৌযান আইনের স্থলাভিষিক্ত হবে বিলটি।

এক সংবাদ সম্মেলনে মনসুখ মান্দভ্য বলেন, নৌ চলাচলকে সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্য বাড়াতে সাহায্য করবে বিলটি। নিরাপদ নৌ চলাচল, কার্গোর নিরাপত্তা ও অভ্যন্তরীণ নৌযানের কারণে দূষণ কমানোর ব্যবস্থা থাকবে বিলে।

অভ্যন্তরীণ নৌযান বিল ২০২১ রাজ্যগুলোর তৈরি ভিন্ন ভিন্ন নিয়মের স্থলে একক আইন হিসেবে কাজ করবে। বিলের ফলে নৌযান, ক্রুর নিবন্ধন এবং নৌযানের বিস্তারিত তথ্যের একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকবে। জেলা, তালুক বা পঞ্চায়েত এমনকি গ্রাম পর্যায়ে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী অযান্ত্রিক নৌযানেরও নিবন্ধন নিতে হবে। নৌযানের মাধ্যমে পরিবেশ দূষণ যাতে না হয় সেজন্য বিলের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আওতায় দূষণকারী উপাদান ও রাসায়নিকের তালিকা তৈরি করতে পারবে সরকার।

নদী, খাল, ক্রিকসহ ভারতে নাব্য নৌপথ আছে ১৪ হাজার ৫০০ কিলোমিটার। এর মধ্যে ৪ হাজার কিলোমিটার চালু আছে। ন্যাশনাল ওয়াটারওয়েজ অ্যাক্ট ২০১৬ অনুযায়ী, ১১১টি অভ্যন্তরীণ নৌপথকে জাতীয় নৌপথ ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ নৌপথ জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন মাধ্যম। ভারতের অভ্যন্তরীণ নৌপথগুলো দিয়ে প্রতি বছর ৫ কোটি ৫০ লাখ টন কার্গো পরিবাহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here