বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

অক্সফোর্ড নদীতে বর্জ্য ফেললেই সংকেত পাবেন বাসিন্দারা

ব্রিটেনের অক্সফোর্ড নদীতে কোনো ধরনের বর্জ্য ফেললেই সংকেত পৌঁছে যাবে বাসিন্দাদের কাছে। টেমস ওয়াটার, অক্সফোর্ড সিটি কাউন্সিল এবং দাতব্য প্রতিষ্ঠান টেমস টুয়েন্টি ওয়ান ও দ্য রিভারস ট্রাস্ট নগরীর ছয়টি স্থানে এ সংকেত ব্যবস্থা স্থাপন করেছে।

এর ফলে নদীর বিভিন্ন স্থান সাঁতারের জন্য নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। দ্য রিভারস ট্রাস্টের সদস্য ও সাঁতারু মাইকেল ওয়াকার বলেন, আমরা আরও ভালো তথ্য চাই, যাতে করি আমি সঠিক সিদ্ধান্তটি নিতে পারি। আমি জানি, অনেকেই এটা জানতে চান যে, তারা কেমন পানিতে সাঁতার কাটছেন।

প্রাথমিকভাবে সংকেতগুলো @oxthamessewage- টুইট করে জানানো হবে। পরবর্তীতে সাবস্ক্রিপশন সেবা পাওয়া যাবে।

বর্জ্য সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া মনিটরিংয়ের জন্য অক্সফোর্ডশায়ার বরাবর নদীর ১৮টি স্থান থেকে প্রতি মাসে পানির নমুনাও সংগ্রহ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here