ব্রিটেনের অক্সফোর্ড নদীতে কোনো ধরনের বর্জ্য ফেললেই সংকেত পৌঁছে যাবে বাসিন্দাদের কাছে। টেমস ওয়াটার, অক্সফোর্ড সিটি কাউন্সিল এবং দাতব্য প্রতিষ্ঠান টেমস টুয়েন্টি ওয়ান ও দ্য রিভারস ট্রাস্ট নগরীর ছয়টি স্থানে এ সংকেত ব্যবস্থা স্থাপন করেছে।
এর ফলে নদীর বিভিন্ন স্থান সাঁতারের জন্য নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। দ্য রিভারস ট্রাস্টের সদস্য ও সাঁতারু মাইকেল ওয়াকার বলেন, আমরা আরও ভালো তথ্য চাই, যাতে করি আমি সঠিক সিদ্ধান্তটি নিতে পারি। আমি জানি, অনেকেই এটা জানতে চান যে, তারা কেমন পানিতে সাঁতার কাটছেন।
প্রাথমিকভাবে সংকেতগুলো @oxthamessewage- টুইট করে জানানো হবে। পরবর্তীতে সাবস্ক্রিপশন সেবা পাওয়া যাবে।
বর্জ্য সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া মনিটরিংয়ের জন্য অক্সফোর্ডশায়ার বরাবর নদীর ১৮টি স্থান থেকে প্রতি মাসে পানির নমুনাও সংগ্রহ করা হবে।