কেরানীগঞ্জের পাঁনগাওয়ে অভ্যন্তরীণ কনেটেইনার টার্মিনাল নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত ওই বৈঠকে বিআইডব্লিউটিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।