‘মোংলা-ঘষিয়াখালী ক্যানেল আপগ্রেডিং প্রজেক্ট-কনসেপচুয়াল স্টাডি’ শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর রোববার (৯ জুন, ২০২৪) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। সংস্থার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ইউএসএইড, ডেল্টা কনটেক্সট এবং আইডব্লিউএমের প্রতিনিধিগণ কর্মশালায় অংশ নেন।