নারায়ণগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মহা অষ্টমী পূণ্যস্নান উপলক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। পূণ্যস্নান উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও বিআইডব্লিউটিএ এক্সাভেটর দিয়ে নদী ড্রেজিং করে বালির বস্তা দ্বারা ভরাট করে গভীরতা সীমা জোয়ারে ৬ ফুট বিবেচনায় বাঁশের মাধ্যমে সাহায্যে ব্যারিকেট দিয়েছে। পাশাপাশি নোটিশ, লাইফ বয়া, এলইডি লাইট এবং ড্রাম বয়া দ্বারা হাইলাইট করা হয়েছে। এ ছাড়াও স্নানকালীন সর্তকতামূলক বিভিন্ন ধরনের ব্যানার/ফেস্টুন লাগানো হয়েছে। বিআইডব্লিউটিএর এসব কার্যক্রম প্রতি বছরের মতো এ বছরও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের প্রশংসা কুড়িয়েছে।