মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে সংস্থার পরিচালক (এস্টেট ও আইন) একেএম আরিফ উদ্দিনের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।