বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ভৈরব বাজার কার্গো ঘাট পরিদর্শন

নদীবাংলা ডেস্ক,

আশুগঞ্জ  কার্গো ঘাটে আগের আরসিসি জেটি ভেঙে বিশ^ব্যাংকের অর্থায়নে নতুন জেটি করার নিমিত্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা শনিবার (৬ জুলাই, ২০২৪) ভৈরব বাজার কার্গো ঘাটের ঘাট এলাকা পরিদর্শন করেন। নৌনিরাপত্তা ও ট্রাফিক (নৌনিট্রা) বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক শর্মিলা খানমসহ প্রকল্প পরিচালক এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আশুগঞ্জ প্রান্তে রেলওয়ে ব্রিজের কাছে অস্থায়ীভাবে নির্মিত ঘাট দিয়ে মালামাল উঠানামার সুবিধার্থে আরো সুযোগ-সুবিধা নির্মাণ করে দেওয়ার কথা জানান প্রকল্প পরিচালক। এ ছাড়া প্রটোকলের জাহাজ আসলে মালামাল নামানোর জন্য অস্থায়ীভাবে পিডিবির জেটি বিকল্প হিসেবে ব্যবহারের সুযোগ আছে কিনা সেটি দেখতেও জেটি এলাকাটি পরিদর্শন করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here