মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় ২৭ মার্চ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি। মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।