বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ২০ আগস্ট যশোর নওয়াপাড়া নদী বন্দর, খুলনা নদী বন্দর, খুলনা ড্রেজার বেইজ এবং বাকেরগঞ্জের লোহাইটে নির্মাণাধীন গোমা ব্রিজ, লাহারহাট ফেরি ও লঞ্চঘাট সরেজমিন পরিদর্শন করেন। নওয়াপড়া থেকে খুলনা নদী বন্দর পর্যন্ত নৌপথ ও ড্রেজিং কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।