বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরই অংশ হিসেবে কর্তৃপক্ষের কর্মীরা রোববার (২৫ আগস্ট, ২০২৪) সকাল সাড়ে ৬টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার থেকে এই কার্যক্রম শুরু করেন।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট,হবিগঞ্জসহ ১১জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।