বরিশাল নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন ঘাট/পয়েন্টের বিদ্যমান সমস্যা সমাধানে রোববার (১৮ আগস্ট, ২০২৪) বাংলাদেশে সেনাবাহিনী, বরিশালের কর্মকর্তা মেজর রাশেদের সাথে বরিশাল নদীবন্দর কর্মকর্তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নদীবন্দরের সম্মলেন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর এই কর্মকর্তা বিআইডব্লিউটিএর ঘাট/পয়েন্টে কোনো সমস্যা সৃষ্টি হলে তাকে অবহিত করতে বলেন। তিনি ঘাট/পয়েন্টের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।