বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক জনাব এ, কে, এম আরিফ উদ্দিন শনিবার (৫ এপ্রিল, ২০২৫) নাজিরগঞ্জ নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন স্পিডবোট ঘাট, ফেরি ঘাট ও টার্মিনাল পরির্দশন করেন। পাশাপাশি ঈদুল ফিতর পরবর্তী কর্মস্থলমুখী যাত্রীসাধারনের নিরাপদ চলাচলের বিষয়ে স্থানীয় কর্মকর্তা ও স্পিডবোট মালিক ও ঘাটের ইজারাদারদের সাথে মতবিনিময় এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি এ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ঈদের আগে ও পরে স্টেশনে অবস্থান করে যাত্রী পারাপারে সক্রিয় ভূমিকা রাখায় ধন্যবাদ জানান।