বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর, ২০২৪) বিকালে পুরাতন ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সংযোগস্থল ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন ও সন্ন্যাসীর চর এলাকায় স্থানীয় জনসাধারণ, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অফটেক এলাকার ড্রেজিং নিয়ে মতবিনিময় সভা করেন। বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এরেন্ডাবাড়ি ইউনিয়নের জনসাধারণ।