বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক গত ৪ জুন পাটুরিয়া ও দৌলতদিয়া লঞ্চ/ফেরিঘাট পরিদর্শন করেন। পরদিন ৫ জুন মণিরামপুর ডিজিপিএস বিকন স্টেশন, নোয়াপাড়া নদীবন্দর, খুলনা নদীবন্দর ও খুলনা ড্রেজার বেইজও পরিদর্শন করেন তিনি। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।