আগামী ৫ জুলাই পদ্মা সেতু প্রকল্পের সমাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জুলাই, ২০২৪) এসএসএফ ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে উপ পরিচালক, বওপ ঢাকা, নির্বাহী প্রকৌশলী, ঢাকা সার্কেল, উপ পরিচালক, নৌ সওপ মাওয়া এবং মাওয়ার পোর্ট অফিসার অংশগ্রহণ করেন। সভায় সেতুতে আন্তজেলা গাড়ি চলাচল বন্ধ না রাখার সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়। তবে বিআইডব্লিউটিএর প্রতি আলাদা কোনো নির্দেশনা দেয়া হয়নি।