ঈদ ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী গৃহীত কার্যক্রম তদারকির জন্য নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ভিজিলেন্স টিম মঙ্গলবার (১ এপ্রিল, ২০২৫) ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল এলাকা সরেজমিন পরিদর্শন করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আলমগীর কবীর তাদের সঙ্গে ছিলেন। পরিদর্শন টিম গৃহীত কার্যক্রমের ব্যাপারে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।