পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে সোমবার (৩ জুলাই ২০২৪) বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ উপলক্ষ্যে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিয়ে তাদের যাতায়াত কীভাবে সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও অতিরিক্ত সচিব জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন (অব.)। বিআইডব্লিউটিএর বিভাগীয় প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতির সদস্য এবং অন্যান্য অংশীজনগণও সভায় অংশ নেন।