নবনির্মিত নাজিরগঞ্জ নদীবন্দর দপ্তর শুক্রবা (১২ অক্টোবর, ২০২৪) উদ্বোধন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এদিন নবঘোষিত নাজিরগঞ্জ নদীবন্দর ও ধাওয়াপাড়া নদীবন্দরসহ দুই বন্দরের মধ্যকার নৌপথও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালীন উভয় বন্দরে সংক্ষিপ্ত দুট অংশীজন সভায় যোগদান করে এলাকাবাসী ও বন্দর ব্যবহারকারীদের বক্তব্য শোনেন। এর পরিপ্রেক্ষিতে তিন উপস্থিত সহকারী কমিশনারকে (ভূমি) দ্রুত ফোরশোর জরিপকার্য সম্পন্ন এবং গাড়ি পার্কিং, যাত্রী সুবিধাদি প্রদান, দপ্তর স্থাপনের লক্ষ্যে উপযুক্ত জায়গা অধিগ্রহন ; বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সমন্বয়ে যৌথভাবে ট্রাফিক জরিপ করে ফেরির সংখ্যা বৃদ্ধি; নদীপাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ বা ভরাট রোধ; সারা বছর নির্বিঘ্ন নৌচলাচলের স্বার্থে নাব্যতা সংরক্ষণ; দিবা-রাত্রি ফেরি চলাচলে মার্কা, নাইট নেভিগেশন ঠিক রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।