বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নবনির্মিত নাজিরগঞ্জ নদীবন্দর দপ্তর উদ্বোধন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান নবনির্মিত নাজিরগঞ্জ নদীবন্দর দপ্তর শুক্রবার

নদীবাংলা ডেস্ক,

নবনির্মিত নাজিরগঞ্জ নদীবন্দর দপ্তর শুক্রবা (১২ অক্টোবর, ২০২৪) উদ্বোধন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এদিন নবঘোষিত নাজিরগঞ্জ নদীবন্দর ও ধাওয়াপাড়া নদীবন্দরসহ দুই বন্দরের মধ্যকার নৌপথও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালীন উভয় বন্দরে সংক্ষিপ্ত দুট অংশীজন সভায় যোগদান করে এলাকাবাসী ও বন্দর ব্যবহারকারীদের বক্তব্য শোনেন। এর পরিপ্রেক্ষিতে তিন উপস্থিত সহকারী কমিশনারকে (ভূমি) দ্রুত ফোরশোর জরিপকার্য সম্পন্ন এবং গাড়ি পার্কিং, যাত্রী সুবিধাদি প্রদান, দপ্তর স্থাপনের লক্ষ্যে উপযুক্ত জায়গা অধিগ্রহন ; বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সমন্বয়ে যৌথভাবে ট্রাফিক জরিপ করে ফেরির সংখ্যা বৃদ্ধি; নদীপাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ বা ভরাট রোধ; সারা বছর নির্বিঘ্ন নৌচলাচলের স্বার্থে নাব্যতা সংরক্ষণ; দিবা-রাত্রি ফেরি চলাচলে মার্কা, নাইট নেভিগেশন ঠিক রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here