বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

জয়নাল আবেদীনকে বিদায় সংবর্ধনা

নদীবাংলা ডেস্ক,

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জনাব মোঃ জয়নাল আবেদীনের কর্তৃপক্ষে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ২০২৪)। এ উপলক্ষে বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এদিন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব ও সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, (এস), ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন (পিং নং ৮০৪) (অবঃ) এবং প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ রকিবুল ইসলাম তালুকদার। বিদায়ী অতিথির স্মরণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক (ল্যান্ড অ্যান্ড এস্টেট) জনাব এ, কে, এম, আরিফ উদ্দিন, অতিরিক্ত পরিচালক (নৌ-নিট্রা) মোঃ মাসুদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) জনাব কাজী ওয়াকিল নওয়াজ।

উক্ত বিদায় সংবর্ধনার আগে বিআইডব্লিউটিএতে নবনিযুক্ত সদস্যকে (অর্থ) কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here