বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভোলা নদীবন্দরের আওতাধীন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের উপস্থিতিতে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত যাত্রী বহন করায় বিভিন্ন নৌযানকে ৮০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া অবৈধ ৩টি নৌযানকে জব্দ করে বিআইডব্লিউটিএ, ভোলার দায়িত্বে দেওয়া হয়।