বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
36.4 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরি রুটের নৌ-সহায়ক সামগ্রী পরিদর্শন

নদীবাংলা ডেস্ক,

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিবহন (নৌ-সওপ) বিভাগের পরিচালক জনাব মোঃ শাহজাহান শুক্রবার (৪ এপ্রিল, ২০২৫) বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরি রুটের দুই প্রান্তের ঘাট ও নৌপথে স্থাপিত নৌ-সহায়ক সামগ্রীসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি ঘাটে স্থাপিত পন্টুন ব্যবহার করে ফেরিতে গাড়ি লোডিং-আনলোডিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বাঁশবাড়িয়া ঘাট থেকে গড়াই-৩ জাহাজযোগে সন্দ্বীপ প্রান্তে আসা-যাওয়া করেন। এ সময় তিনি গড়াই-৩ জাহাজের সার্চলাইট, হাইড্রোলিক হর্ণ এবং জেনারেটর-১ (পোর্ট সাইড) ইঞ্জিনের সমস্যা রয়েছে বলে অবগত হন। উপকূলীয় এলাকায় চলাচলের জন্য সার্চলাইট, জেনারেটর এবং জেলেসহ অন্যান্য নৌযানের দৃষ্টি আকর্ষণের জন্য হাইড্রোলিক হর্ণের গুরুত্ব অপরিসীম বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি সমস্যাসমূহ দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here