ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশগামী একটি কার্গো জাহাজ হুগলি নদীতে আরেকটি জাহাজের সাথে সংঘর্ষের পর ডুবে যায়। দক্ষিণ ২৪ পরগোনা জেলার নিশ্চিন্তপুরে ২৭ ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে বলে ভারতের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (আইডব্লিউএআই) নিশ্চিত করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৯ জনকে উদ্ধার করে। আইডব্লিউএআইয়ের এক কর্মকর্তা বলেন, জাহাজডুবির ঘটনাটি নেভিগেশনাল চ্যানেলে না হওয়ায় কলকাতা বন্দর থেকে জাহাজ চলাচলের ওপর এর কোনো প্রভাব পড়েনি।