বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

অপরিকল্পিত বালি উত্তোলন, পানি উন্নয়ন বোর্ডকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

কক্সবাজারের বাকখালী নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের দায়ে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ১০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম অফিসে শুনানি শেষে এই জরিমানা ধার্য্য করা হয়। অধিদপ্তরের ছাড়পত্রের শর্ত পরিপালন না করায় আরও আটটি কোম্পানিকেও ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

জানা যায়, বাকখালীর এমএম ঘাট এলাকায় খননের জন্য একটি প্রতিষ্ঠানকে কাজ দেয় পানি উন্নয়ন বোর্ড। তবে এজন্য পানি উন্নয়ন বোর্ড পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেয়নি। এমনকি পরিবেশগত প্রভাবও মূল্যায়ন এবং স্থান নির্বাচনের নিয়ম-কানুনও অনুসরণ করেনি। বরং ঠিকাদারি প্রতিষ্ঠানটি অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করে পাশের আবাদি জমিতে রেখে দেয়। এর মধ্য দিয়ে জমি ও নদী উভয়েরই ক্ষতিসাধন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here