রাজধানীর সদরঘাটসহ সব টার্মিনালে ই-টিকেটিং কার্যক্রম চালুর সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ১৬ জুলাই কমিটির সভাপতি মেজর (অব.) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সদস্য শাজাহান খান, রনজিত কুমার রায়, আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
কমিটির একাধিক সদস্য জানান, সাধারণ মানুষের নিরবিছিন্ন চলাচলের ক্ষেত্রে নৌপথ নিরাপদ হলেও নিয়মিত বিরতিতে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। তাই কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, আগামীতে টিকিটবিহীন কোনো যাত্রী নেওয়া যাবে না। নৌপথের সব যাত্রীর পাশাপাশি লঞ্চ মালিকদের এ বিষয়ের নির্দেশনা মানতে হবে। এ জন্য সদরঘাটসহ সব টার্মিনালে যাত্রীদের জন্য ই-টিকেটিং চালুর সুপারিশ করা হয়েছে। ই-টিকেটিং চালু হলে যাত্রী হয়রানি ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা যাবে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সাথে পরামর্শ করে বিষয়টি কিভাবে বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখার আশ্বাস দেন।