জীবন্ত সত্তা হিসেবে নদীর অধিকার নিশ্চিত করতে জাতীয় জোট গঠন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আরন্যক ফাউন্ডেশন, ওয়াটারকিপারস বাংলাদেশ, সেবা ও ব্রতীর যৌথ উদ্যোগে আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য এই জোট গঠন করা হয়েছে। ২৬ আগস্ট এক ভার্চুয়াল সেমিনারে এই তথ্য জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করেছি, দখলদারদের তালিকা করেছি। সব জেলায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। একটি জবাবদিহিতার জায়গা নদী রক্ষা কমিশন। সবার সহযোগিতা নিয়ে, যারা নদী নিয়ে কাজ করছেন, তাদের সংগঠিত করাই কমিশনের কাজ। নদীর প্রবাহে বাধা দিলেই বিচার হবে। ১৮৯৮ সালেই এই আইন ছিল। আরও অনেক আইন আছে। কিন্তু আইনগুলোর ব্যবহার, প্রয়োগ প্রায় ভুলে গেছেন প্রয়োগকারীরা। আদালত এই কাজ সহজ করে দিয়েছেন। সংস্থাগুলো নড়েচড়ে বসছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘নদীর ক্ষতি হলে সেই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। নদী বাঁচানো সংসদীয় কমিটির সদস্যদের মৌলিক দায়িত্ব। তাদেরকেই এই কাজ করতে হবে।’