বঙ্গবন্ধু। বাংলার বন্ধু। পূর্ব গোলার্ধের মানবঘন কোণে একটি দেশ ভেঙে বেরিয়ে আসা নতুন একটি দেশ, নতুন নাম, নতুন জাতির পিতা। নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালির যে স্বাধীনতা, যে আত্মপরিচয় তার কারিগর। আর্মচেয়ারে বসে নয়, যার রাজনীতি ছিল মাঠে-ঘাটে ঘাম ঝরিয়ে, মানুষের সঙ্গে মিশে, মানুষকে সঙ্গে নিয়ে। নেতা হিসেবে মানুষের ওপর কখনো রাখেননি নিজেকে। মিশে গিয়েছিলেন মানুষের মধ্যে, মানুষের আবেগে। অনায়াসে বলতে পারতেন-‘ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলব আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, বাংলা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে।’ তিনি কেবল নেতা নন, রূপকথার নায়ক। বাঙালি জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার নেতা, বাঙালির নেতা বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয় ঘাতকের হাতে সপরিবার। বাঙালি জাতির জন্য দিনটি স্তব্ধতার, শোকের। জাতীয় শোক দিবস। একই সঙ্গে শপথেরও। তাঁর স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই শপথে, শোকে ও শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের ঘৃণ্য নির্মমতার শিকার হওয়া তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ গত ১৫ আগস্ট পালন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলো।
দিবসটি উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি এদিন ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ ভবনে বিআইডব্লিউটিএ’র পক্ষে চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিআইডব্লিউটিসি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন, বিআইডব্লিউটিএ কর্মচারী ইউনিয়ন, বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ ও বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
জাতির পিতার ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী এদিন বিআইডব্লিউটিএ ভবনের নবম তলায় নৌপরিবহন অধিদপ্তরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করা হয়।
জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে নৌযান ও ঘাট শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি’র উপস্থিতিতে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আলু ও সাবানসহ একটি প্যাকেট বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী লঞ্চ টার্মিনাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। নৌপরিবহন সচিব এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানও সেখানে গাছের চারা রোপণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার পাশাপাশি বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সেই সাথে ছিল কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।