ঢাকার নদীর দূষণ কমাতে ‘প্রোমোটিং ডেমোক্রেটিক গভর্ন্যান্স অ্যান্ড কালেক্টিভ অ্যাডভোকেসি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইন ঢাকা সিটি’ শীর্ষক একটি প্রকল্প চালু করেছে ওয়াটারস-কিপারস বাংলাদেশ কনসোর্টিয়াম। প্রকল্পে অর্থায়ন করছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) ও যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
প্রকল্পের উদ্দেশ্য পরিচ্ছন্ন ঢাকার নদী। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ওয়াটারকিপারস বাংলাদেশ। ইউএসএআইডির ২ লাখ ৯৭ হাজার ডলার তহবিলে ঢাকা শহরের পানি, বাতাস ও শব্দের মান পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করবে ওয়াটারকিপারস বাংলাদেশ। ঢাকার পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার, সুশীল সমাজ, বিশ^বিদ্যালয়, বেসরকারি করপোরেশন ও অন্যান্য অংশীজনের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে কনসোর্টিয়াম।
১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ৮০০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ২০২০ সালেও ২০ কোটি ডলার দিয়েছে দেশটি।